
দেশের দক্ষিণাঞ্চলীয় জেলাগুলোর উপর দিয়ে কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে আজ রাত ১০ টা বেজে ৩০ মিনিটের পর থেকে ভোর ৬ টার মধ্যে। ইতিমধ্যেই কুষ্টিয়া ও মেহেরপুর জেলার উপর দিয়ে কালবৈশাখি ঝড় অতিক্রম করা শুরু করেছে।
বিশেষ করে খুলনা বিভাগের উত্তর দিকের সকল জেলা (কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মেহেরপুর, যশোর, মাগুরা), ঢাকা বিভাগের রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর, শরিয়তপুর, মানিকগঞ্জ, মুন্সিগন্জ এবং বরিশাল বিভাগের উত্তর দিকে জেলাগুলোর উপর দিয়ে কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।
রাজশাহী বিভাগের রাজশাহী, পাবনা ও সিরাজগন্জ জেলার উপরে বৃষ্টির কিছু সম্ভাবনা রয়েছে।
#কালবৈশাখী #ঝড়