ধর্ষণ মামলা প্রমাণ করা অনেক কঠিন: সাংবাদিক মাহবুব কামাল

সম্প্রতি বেসরকারি টেলিভিশন চ্যানেলের এক টকশোতে সাংবাদিক মাহবুব কামাল বলেন, ধর্ষণ মামলা প্রমাণ করা খুব কঠিন। এমন মন্তব্যের কারণ হিসেবে তিনি অধিকাংশ ক্ষেত্রে ধর্ষণের কোনো সাক্ষী না থাকাসহ বেশ কিছু কারণ উল্লেখ করেন।
সাংবাদিক মাহবুব কামাল বলেন, ‘৯০% ক্ষেত্রে সাক্ষী রেখে কেউ ধর্ষণ করে না, তবে দলবদ্ধ ধর্ষণের বিষয়টি আলাদা।’
ধর্ষণের মামলায় ভুক্তভোগীর জবানবন্দি ও আলামত পরীক্ষা-নিরীক্ষা এই দুই প্রক্রিয়ায় বিচার হয় জানিয়ে তিনি বলেন, ‘ধর্ষণের মামলায় যে একেবারেই সঠিক রায় আসবে এমন কোনো কথা নেই।’
ধর্ষণে ভুক্তভোগীর জবানবন্দির ব্যাপারে তিনি জানান, ভিকটিম সত্য বলছে না মিথ্যা বলছে সেটাও খুব গুরুত্বপূর্ণ। কারণ আদালতে দাঁড়িয়ে তিনি যা বলছেন, আর ধর্ষণের ঘটনার সময়ে তার কাছে কোনটা সত্য ছিলো, এগুলো ভিন্ন হয়ে যেতে পারে। তাই এই ধরনের অপরাধ প্রমাণ অনেক জটিল।
যিনি ধর্ষণে অভিযুক্ত তার স্বীকারোক্তিও একটি বড় উপাদান হিসেবে মনে করেন সাংবাদিক মাহবুব কামাল। তিনি জানান, ‘জোরপূর্বক অভিযুক্তের স্বীকারোক্তি আদায়ের ব্যাপার থাকতে পারে। আসলেই ধর্ষণ নাকি ব্যাপারটা মিউচুয়ালি হয়েছে, পরে কেউ শত্রুতা করে ধর্ষণের অভিযোগ এনেছে, এই বিষয়গুলোও বিবেচনা করার মতো।’
ধর্ষণ মামলায় অপরাধ প্রমাণ করা বেশ জটিল এবং নিরপরাধ যাতে শাস্তি না পায় সে ব্যাপারে তাগিদ দিয়ে তিনি জানান, ‘আইনের তো কথাই আছে ১০টা দোষী লোক ছাড়া পেয়ে যাক, কিন্তু একজন নির্দোষও যাতে শাস্তি না পায়।’