এইচএম সেলিম রান টেন কে ম্যারাথন ২০২৫ অনুষ্ঠিত

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে ‘ঐক্যের জন্য দৌড়াও’—‘রান ফর ইউনিটি’ এই প্রতিপাদ্যে রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে অনুষ্ঠিত হয়েছে এইচএম সেলিম রান টেন কে ম্যারাথন ২০২৫। পিনাকল স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই ম্যারাথনে জাতির ঐক্য চেতনা ও তরুণদের তারুণ্য শক্তিকে জাগ্রত করার আহ্বান জানানো হয়।
২১ ফেব্রুয়ারির প্রভাত ফেরির পরই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ১,২০০ দৌড়প্রেমী রাস্তায় নামেন ঐক্যের প্রতীক হয়ে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভিন্নধর্মী এই আয়োজনে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়, যা প্রশংসিত হয়েছে নানা মহলে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিনাকল স্পোর্টস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ সেলিম। তিনি বলেন,
“আজকের তরুণদের সামনে নির্দিষ্ট কোনো আদর্শ নেই, যার ফলে তারা দিশাহীন হয়ে পড়ছে। জীবনের উদ্দেশ্য কী, কেন সুস্থ থাকতে হবে—এমন গুরুত্বপূর্ণ বিষয়েও অনেক তরুণ অজ্ঞ।”
তিনি আরও বলেন,
“তরুণদের বিভ্রান্ত করে অপরাজনীতিতে ব্যবহার করা হচ্ছে। তারা দ্বন্দ্বমূলক রাজনীতির হাতিয়ারে পরিণত হচ্ছে। পাশাপাশি ধর্মের বিকৃত ব্যাখ্যার মাধ্যমে উগ্রবাদ, সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িক হানাহানির দিকে ঠেলে দেওয়া হচ্ছে।”
এই ম্যারাথনের মাধ্যমে তরুণদের মধ্যে ঐক্যের বার্তা পৌঁছে দেওয়া এবং তাদের সুস্থ ও সচেতন রাখার লক্ষ্যে পিনাকল স্পোর্টস অ্যাসোসিয়েশন কাজ করে যাচ্ছে বলে জানান আয়োজকরা।
অনুষ্ঠানে ক্রীড়াবিদ, সমাজকর্মী, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ম্যারাথন শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। তরুণদের সুস্থ, সঠিক দিকনির্দেশনা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়ার এই আয়োজন আগামী বছর আরও বড় পরিসরে করার আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকরা।