জাতীয়

কুষ্টিয়ার মিরপুরের কুর্শা ইউনিয়নে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন 

কুষ্টিয়া প্রতিনিধি :

মোঃ খালিদ বিন শওকত

কুষ্টিয়ার মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়ন ভূমি অফিসের সামনে শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত নেতাকর্মীরা দেশ ও জাতির কল্যাণে সংগ্রামের শপথ গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিরপুর উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মোঃ মামুন।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মিরপুরের কৃতি সন্তান ব্যারিস্টার জাবেদুর রহমান জাবেদ। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মিলনুজ্জামান মিলন এবং সঞ্চালনা করেন কুর্শা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোঃ হাফিজুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন—

মিরপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লা আল মামুন, সাধারণ সম্পাদক মোঃ মোজাম, উপজেলা কৃষক দলের সদস্য সচিব আব্দুল খালেক, মিরপুর পৌর যুবদলের আহ্বায়ক গোলাম কিবরিয়া, পৌর মৎস্যজীবীদলের আহ্বায়ক হিজবুল, তালবাড়িয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আঃ মালেক, বহলবাড়িয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ওয়াশিম, সদরপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ইয়াকুব ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, চিথলিয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি নাইম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জামিরুল, উপজেলা যুগ্ম আহ্বায়ক আরিফ মুন্সি ও যুগ্ম সাধারণ সম্পাদক টুটুলসহ শ্রমিক দলের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশে কুরশা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আনোয়ার ও সাধারণ সম্পাদক শহিদুলও বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ মামুন বলেন, “বিএনপি এ দেশের গণমানুষের দল। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায়, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে বিএনপি সবসময় সোচ্চার।”

প্রধান বক্তা ব্যারিস্টার জাবেদ বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ দেশকে গণতন্ত্রের পথে নিয়ে গিয়েছিলেন। তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা আজও সংগ্রাম চালিয়ে যাচ্ছি।

দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের মুক্তির জন্য ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।” তিনি আরও জানান, শ্রমিক দলের প্রতিটি নেতাকর্মী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন-সংগ্রামে সবসময় অগ্রণী ভূমিকা পালন করবে।

অন্যান্য বক্তারা বলেন, “প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ।” তারা দেশ ও জাতির কল্যাণে গণতান্ত্রিক আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সমাবেশ শেষে বিএনপি, যুবদল, শ্রমিক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মীর অংশগ্রহণে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button