গাঁজা ব্যাবসাহির হাতে পিটুনি খেলো সাংবাদিক

দৌলতপুর উপজেলা প্রতিনিধি
দৌলতপুর আল্লারদর্গায় দৈনিক বিশ্ব মানচিত্র প্রত্রিকার প্রতিনিধি সাংবাদিক মিলন কে গাঁজা বিক্রেতা কর্তৃক পিটিয়ে আহত ॥
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গায় দৈনিক বিশ্ব মানচিত্র প্রত্রিকার প্রতিনিধি সাংবাদিক মিলন কে পিটিয়ে আহত করেছে এক গাঁজা ব্যবসায়ী।
অভিযোগ পত্র ও পুলিশ জানায়, মোঃ মিলন আলী (৩৬), এনআইডি পিতা-মোঃ নজরুল ইসলাম, সাং-পাটুয়াকান্দি, থানা-ভেড়ামারা, জেলা-কুষ্টিয়া, থানায় হাজির হইয়া আসামী ১। মোঃ ইকবাল শাহ (৬২), পিতা-মৃত ভাদু শাহ, সাং-হলুদবাড়িয়া জামান টোবাকো এর সামনে, ইউপি-পিয়ারপুর থানা-দৌলতপুর জেলা-কুষ্টিয়ার বিরুদ্ধে এই মর্মে অভিযোগ দায়ের করিতেছি যে, আমার আল্লারদর্গা হলুদবাড়িয়া বাজারে বিকাশের দোকান আছে।
ইহা ছাড়াও আমি দৈনিক বিশ্ব মানচিত্র প্রত্রিকার প্রতিনিধি হিসাবে কাজ করি। উক্ত আসামী বিভিন্ন সময় প্রশাসনের সহযোগিতায় গাঁজা বিক্রয় সহ মাদক নেশায় আসক্ত। আসামীর বাড়িতে বিভিন্ন সময় এলাকায় যুব সম্প্রদায়কে নিকট গাঁজা বিক্রেয় সহ গাঁজা সেবনে আসক্ত করে। যাহা এলাকার যুব সম্প্রদায় ধ্বংশের দিকে ধাবিত হইতে থাকে।
ফলে আসামীকে এই ধরনের কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য বলা হয়। ইহাতে আসামী আমার উপর ক্ষিপ্ত হইয়া আমাকে খুন জখম করার হুমকি ধামকি দিতে থাকে। ইং-৩১/০৮/২০২৫ তাং সন্ধ্যা অনুমান ০৬.০০ ঘটিকার সময় আমার দোকান হইতে হলুদবাড়িয়া বাজারস্থ জনৈক হাসান এর চায়ের দোকানে চা পান করার জন্য অপেক্ষামান থাকি। সেই সময় উক্ত আসামী ধারালো হাসুয়া হাতে লইয়া আমাকে আক্রমন করে।
আসামী ধারালো হাসুয়া দিয়া খুন করার উদ্দেশ্যে আমার মাথায় কোপ মারিতে গেলে আমি বাম হাত দিয়া রক্ষা করার চেষ্টাকালে আমার বাম হাতের কনুই এর উপর কোপ লাগিয়া রক্তাক্ত জখম প্রাপ্ত হই এবং আসামী আমার প্যান্টের পকেটে থাকা নাসদ ১৩,৭০০/- টাকা বাহির করিয়া নেয়। তখন আমার ডাক-চিৎকারে সাক্ষী ১। মোঃ শফি (৪৫), পিতা-মৃত ফরেজ শেখ, ২। মোঃ হাসান (৪০), পিতা-ফজলুল হক বিশ্বাস, উভয় সাং-মিরপুর (হলুদবাড়িয়া), থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া সহ আরো অনেকে আগাইয়া আসিলে আসামী আমাকে খুন জখমের হুমকি দিয়া চলিয়া যায়। এরপর সাক্ষীদের সহযোগীতায় আমি দৌলতপুর হাসপাতালে আসিয়া প্রাথমিক চিকিৎসা গ্রহন করি।
বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি অর্কষণ করছে এলাকাকাসী।