শিক্ষা

দিনাজপুরে শেষ হলো পাঁচদিন ব্যাপী বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান বইমেলা

দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় পাঁচদিন ব্যাপী অনুষ্ঠিত হলো বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান বইমেলা।গতকাল বুধবার চিত্রাঙ্কন-আবৃত্তি প্রতিযোগিতার ও পুরস্কার বিতরণীর মধ্যে দিয়ে মেলা সমাপ্ত হয়েছে।

আজ বিকালে দিনাজপুর জিলা স্কুল প্রাঙ্গণে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিরল উপজেলার বোর্ডহাট মহাবিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রভাষক বিধান কুমার দত্ত।

বক্তব্য রাখেন দিনাজপুর জিলা স্কুলের সিনিয়র শিক্ষক মোঃ কামরুজ্জামান, বিরল উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আরিফুর রহমান খান, সহকারী শিক্ষক খোকন চন্দ্র রায়, ভ্রাম্যমান বইমেলার ইউনিট ইনচার্জ অমিত চক্রবর্তী ও কর্মী লিপা মোনালিসা।

১৯৭৮ সালে অধ্যাপক আবদুল্লাহ আবু সাঈদ এর উদ্যোগে যাত্রা শুরু করে বিশ্ব সাহিত্য কেন্দ্র, যা পাঠকবান্ধব উদ্যোগ হিসেবে সারাদেশে কাজ করে যাচ্ছে।

২০১৬ সালে একটি গাড়ি নিয়ে শুরু হওয়া ভ্রাম্যমান বইমেলার বহরে ২০২৪ সালে নতুন দুটি গাড়ি যুক্ত হয়। বর্তমানে মোট তিনটি গাড়ির মাধ্যমে দেশের ১২৮টি জেলা ও উপজেলায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

চারটি বিষয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং তিনটি বিভাগে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।প্রতিযোগিতায় মোট ১৬ জনকে পুরস্কৃত করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button