ঠাকুরগাঁও ইসলামী ছাত্র শিবিরের আয়োজনে এস এস সি ও দাখিল সমমান পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা
ঠাকুরগাঁও প্রতিনিধি,অভিষেক চন্দ্র রায়

ঠাকুরগাঁও ছাত্র শিবিরের আয়োজনে এসএসসি ও দাখিল সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা
“স্বপ্ন সাহস সাথে নিয়ে আগামীর পথ চলো জ্ঞানের আলোয় গড়ভো জগৎ উচ্চ কন্ঠে বলো” প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে এসএসসি, দাখিল সমমান এর জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ঠাকুরগাঁও জেলা ছাত্রশিবির।
২৩ শে আগস্ট শনিবার বিকেলে সাদেকুল ইসলাম মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠানে রাণীশংকৈল ডিগ্রি কলেজ হলরুমে জেলা ছাত্রশিবিরের আয়োজনে ২৫০ জন শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম , জেলা জামায়াতের সভাপতি বেলাল উদ্দিন প্রধান, ছাত্রশিবিরের কেন্দ্রীয় আইন সম্পাদক আরমান পাটোয়ারী, দিনাজপুর শহর সভাপতি আবুল কালাম আজাদ,এডভোকেট আমানুল্লাহ আল জিহাদী, অধ্যক্ষ মাওঃ রফিকুল ইসলাম, উপজেলা নায়েবে আমীর মিজানুর রহমান মিজান, উপজেলা জামায়াতের সেক্রেটারি রজব আলী, অধ্যক্ষ মতিউর রহমান,শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম, তালুকদার শাহজালাল জুয়েল প্রমুখ।
শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মেধাবী শিক্ষার্থী আরিফুজ্জামান,তৃপ্তি আক্তার।