আন্তর্জাতিক

গ্রীসে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বাংলাদেশী নিহত

গ্রিসের রাজধানী এথেন্সে প্রবাসী জীবনের হাজারো স্বপ্ন বুকে নিয়ে ঘর থেকে বের হওয়া দুই প্রবাসী বাংলাদেশি মোটরসাইকেল দু’র্ঘ’টনায় নি’হ’ত হয়েছেন। নি’হ’তরা হলেন সুদীপ ঘোষ (৪২) ও মোসলেউদ্দিন বাবু মোল্লা (৬৯)।

বুধবার (২০ আগস্ট) বিকেলে এথেন্সের ব্যস্ততম পেত্রু রালি সড়কে এ দু’র্ঘ’টনা ঘটে। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে মৃ’ত্যুর খবরটি নিশ্চিত করেছে এথেন্সস্থ বাংলাদেশ দূতাবাস।

প্রত্যক্ষদর্শীরা জানান, সুদীপ ঘোষ ও মোসলেউদ্দিন বাবু মোল্লা একসাথে কর্মস্থলের উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন। যাত্রাপথে মোটরসাইকেলটি হঠাৎ নি’য়’ন্ত্রণ হা’রিয়ে সড়কের ডিভাইডার ও বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধা’ক্কা খায়। এ সময় মোটরসাইকেলের পেছনে বসা মোসলেউদ্দিন বাবু মোল্লা ঘটনাস্থলেই মা’রা যান। গু’রু’তর আ’হ’ত অবস্থায় সুদীপ বাবুকে দ্রুত ইক্যাবের অ্যাম্বুলেন্সে করে এথেন্সের নিকাইয়া জেনারেল হাসপাতাল-এ নিয়ে যাওয়া হয়। তবে শেষ পর্যন্ত তিনিও মৃ’ত্যুর কাছে হার মানেন।

নি’হ’ত সুদীপ ঘোষ (৪২) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের রাধানগর ঘোষপাড়ার মৃ’ত সুকুমার ঘোষের ছেলে। দীর্ঘদিন ধরে এথেন্সে একটি গাড়ির শোরুমে চাকরি করতেন। প্রতিদিনের মতো কর্মস্থলে যাচ্ছিলেন। প্রায় দেড় বছর আগে বাবার শ্রাদ্ধ অনুষ্ঠানে অংশ নিতে তিনি দেশে এসেছিলেন। রেখে গেছেন বৃদ্ধা মা, স্ত্রী ও এক কন্যাসন্তানসহ স্বজনদের।

নি’হ’ত মোসলেউদ্দিন বাবু মোল্লা শরীয়তপুর জেলার দেশহাতরা গ্রামের বাসিন্দা। তিনি বহু বছর ধরে গ্রিসে শ্রমজীবী প্রবাসী ছিলেন। কর্মব্যস্ত দিনের শেষে আর বাড়ি ফেরা হয়নি তার। এই আ’ক’স্মিক মৃ’ত্যুর খবরে গ্রিসের প্রবাসী বাংলাদেশি সমাজে নেমে এসেছে গভীর শো’কের ছায়া।

এথেন্সস্থ বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, আইনি সব প্রক্রিয়া শেষ হওয়ার পর নি’হ’তদের ম’রদেহ দ্রুত দেশে পাঠানো হবে। একই দিনে দুটি প্রাণ নিভে যাওয়া শুধু দুটি পরিবারকেই নয়, গোটা প্রবাসী বাংলাদেশি সমাজকেই স্ত’ব্ধ করে দিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button