জাতীয়

রাজশাহীতে জামায়াতের সদস্য সম্মেলন

মো: তানজিলুল ইসলাম লাইক,

রাজশাহী জেলা প্রতিনিধি :

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার (২২ আগস্ট ২০২৫) বিকেলে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে। সম্মেলনে নেতৃবৃন্দ দেশের চলমান নৈতিক ও রাজনৈতিক সংকট থেকে উত্তরণের জন্য ইসলামী আন্দোলনকে শক্তিশালী করার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেন, “বাংলাদেশ আজ চরম নৈতিক ও রাজনৈতিক সংকটে নিমজ্জিত। জনগণের ভোটাধিকার, মৌলিক অধিকার ও ন্যায়বিচারকে পদদলিত করা হচ্ছে। এ অবস্থায় ইসলামী আন্দোলনকে শক্তিশালী করে ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠাই একমাত্র সমাধান। জনগণকে সঙ্গে নিয়ে আমরা শান্তি, ন্যায় ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ব।”

বিশেষ অতিথি কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, “দমন-পীড়ন, গুম-খুন ও দুর্নীতির রাজনীতি দিয়ে দেশকে অচল করে ফেলা হয়েছে। ইসলামী মূল্যবোধ ও জনগণের অধিকার রক্ষার জন্য জামায়াত সবসময়ই সোচ্চার। এখন আমাদের সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে।”

অন্য বিশেষ অতিথি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “গণতন্ত্র আজ মুমূর্ষু অবস্থায়। জনগণ তাদের ভোটাধিকার হারিয়েছে। ইসলামী মূল্যবোধভিত্তিক ন্যায়পরায়ণ সমাজব্যবস্থা প্রতিষ্ঠা ছাড়া প্রকৃত উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব নয়।”

কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, “প্রতিটি সদস্যকে সংগঠনের মূল চালিকাশক্তি হতে হবে। জনতার কাছে দাওয়াত পৌঁছে দিয়ে ইসলামী আন্দোলনের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। ত্যাগ ও নিবেদন ছাড়া কোনো আন্দোলন সফল হয় না।”

সভাপতির বক্তব্যে জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর আমীর ড. মোঃ কেরামত আলী বলেন, “রাজশাহীতে জামায়াতকে জনগণের আস্থার সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করতে আমরা কাজ করছি। জনগণের পাশে থেকে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবো। ইসলামের ন্যায়ভিত্তিক সমাজই হবে আমাদের চূড়ান্ত লক্ষ্য।”

সম্মেলনে মহানগরী ও কেন্দ্রীয় পর্যায়ের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button