জাতীয়

বোরহানউদ্দিনে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা এহেসানুল করিম এর বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ

বোরহানউদ্দিন প্রতিনিধিঃ

ভোলাঃ

ভোলা বোরহানউদ্দিন উপজেলার সাবেক পক্ষিয়া ইউনিয়নের ও বর্তমান দেউলা ইউনিয়নের উপ-সহকারী কর্মকর্তা মো. এহেসানুল করিম এর বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের বিস্তর অভিযোগ পাওয়া গেছে।

প্রাথমিক অভিযোগে তাকে উপজেলার পক্ষিয়া হতে একই উপজেলার দেউলা ইউনিয়নে বদলী করা হয়। একাধিক অভিযোগের ভিত্তিতে আগামী ২০ আগস্ট তাকে এবং

অভিযোগকারীদের কে শুনানির জন্য উপজেলা ভূমি সহকারী কমিশনার কার্যালয় উপস্থিত থাকার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা মো. ছেলামত মাতাব্বর অভিযোগ করে বলেন, ২১৬০ টাকার দাখিলার কাগজ দিয়ে আমার কাছ থেকে ১০ হাজার টাকা নিয়েছে।

আমরা তো কাগজ পড়তে পারি না। বাড়ীতে নিয়ে গেলে বলে ২১৬০ টাকা শুধু রাজস্বতে জমা হয়েছে বাকী টাকা এ উপ-সহকারী কর্মকর্তা হাতিয়ে নিয়েছে। তিনি আরও অভিযোগ করে বলেন, গত ১৫ হতে ২০ দিন পূর্বে ৩০ টাকার দাখিলা দিয়েও আমার কাছ থেকে ৫শত টাকা নেয় এ তসিলদার।

এছাড়া একই ইউনিয়নের আনিসুল হক অভিযোগ করে বলেন, এ উপ-সহকারী কর্মকর্তা আমার তদন্ত রির্পোট দিবে বলে ১০ হাজার টাকা দাবী করেন। পরে ৮ হাজার টাকা দিলেও সে আমার পক্ষে কাজ করেনি।

এর প্রতিবাদ করলে সে আমাকে ৫ হাজার টাকা লোক দিয়ে ফেরত দেন। তিনি ইউনিয়নের অসংখ্য মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে। আমরা ভুক্তভোগীরা তদন্ত পূর্বক এ উপ-সহকারী কর্মকর্তার সঠিক বিচার দাবী করছি।

একই ইউনিয়নের তারাপদও চক্রবর্তী (ঠাকুর) অভিযোগ করে বলেন, এ উপ-সহকারী কর্মকর্তা নামজারীর জন্য আমার কাছ থেকে ৬ হাজার টাকা নেয়। পরে আমি শুনছি নামজারী করতে ১১৫০ টাকা লাগে।

একই ইউনিয়নের মো. তরিকুল ইসলাম এর কাছ থেকে দুই হাজার টাকা ঘুষ ও মো. ইমরান কে হয়রানী ও অপমানিত করা বিষয়ে এ উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে উপজেলা ভূমি সহকারী কমিশনার এর কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।

এ অভিযোগের ভিত্তিতে দ্রুত তাকে পক্ষিয়া ইউনিয়ন হতে দেউলা ইউনিয়নে বদলী করা হয় বলে জানান ভুক্তভোগী এমরান।

এ সমস্ত অভিযোগের আলোকে ২০ আগস্ট অভিযোগকারী এবং এ ইউনিয়ন উপ-সহকারী কে শুনানীর জন্য উপজেলা সহকারী ভূমি কমিশনার মো. মেহেদী হাসান লিখিত নোটিশ করেন বলেও জানান ভুক্তভোগী এমরান।

এব্যাপারে উপ-সহকারী কর্মকর্তা মো. এহেসানুল করিম তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, আমাকে সহ অনেক কে এমনি বদলি করা হয়েছে কোন অপরাধের কারনে বদলি হয়নি। আমি ওই ইউনিয়ন হতে দেউলা ইউনিয়নে চলে আসছি কারণে অনেকে আমার বিরুদ্ধে অভিযোগ তুলছে।

তার কাছে উপজেলা সহকারী ভূমি কমিশনারের নোটিশ সংক্রান্ত বিষয় জানতে চাইলে তিনি এ বিষয় কিছুই জানেন না বলেও জানান।

এব্যাপারে বোরহানউদ্দিন উপজেলা ভূমি সহকারী কমিশনার মো. মেহেদী হাসান এর সাথে আলাপ করার চেষ্টা করলে তিনি কল রিসিভ করেননি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button