তাহেরপুর কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণায় আনন্দ র্যালি

মোঃতানজিলুল ইসলাম লাইক
রাজশাহী জেলা প্রতিনিধিঃ
রাজশাহীর বাগমারা’র তাহেরপুর কলেজে’র ছাত্রদলের আহবায়ক কমিটি ঘোষণায় ছাত্রদলের পক্ষ হতে আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৭ আগস্ট রোজ রবিবার সন্ধার তাহেরপুরের আনন্দ র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক অবতারণ শেষে কলেজ গেটে সংক্ষিপ্ত আলোচনার মধ্যে দিয়ে শেষ হয়। আনন্দ র্যালিতে তাহেরপুর সাবেক, বর্তমান ও নব কমিটির ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন, এছাড়াও নতুন কমিটির সদস্যদের ফুলের মালা পড়িয়ে বরণ করেন সাবেক ছাত্রদলের নেতাকর্মীরা।
জানা যাই, গত ১৬ আগস্ট রাজশাহী জেলা ছাত্রদের আহবায়ক এস, এম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার ও রাজশাহী জেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ আল-আমিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তাহেরপুর কলেজের মো: ওহাব সরদার কে আহবায়ক ও সদস্য সচিব রাশেদুল ইসলাম শুভ সহ ২৪ জনের নাম উল্লেখ করে তাহেরপুর কলেজ ছাত্রদলের কমিটি প্রকাশ করে রাজশাহী জেলা ছাত্রদল।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন, তাহেরপুর পৌর ছাত্রদল এর যুগ্ম আহবায়ক মোঃ সোহেল রানা,
তাহেরপুর কলেজ ছাত্রদলের আহবায়ক মোঃ আবু বাসার, তাহেরপুর পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আশরাফুল ইসলাম, পৌর ছাত্রদলের সদস্য সচিব মোঃ নাহিদুল ইসলাম রনি, যুবদল নেতা মোঃ আব্দুল হালিম, যুবদল নেতা মোঃ রাসেল ফরাসি, যুবদল নেতা মোঃ জুয়েল রানা’সহ
তাহেরপুর কলেজের নতুন কমিটির সদস্যবৃন্দ সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা প্রমুখ।