জাতীয়
রাজশাহীতে যৌথবাহিনীর অভিযানে গোলাবারুদ সহ মোস্তাসেরুল ও তার দুই সহযোগী আটক

মোঃ তানজিলুল ইসলাম লাইক
রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও বিস্ফোরকসহ গ্রেপ্তার মোস্তাসেরুল আলম অনিন্দ্য (৩৩) এবং তার দুই সহযোগী মো. রবিন (২৮) ও মো. ফয়সালের (৩০) আদালতে পাঠানো হয়েছে।
তাদের জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড চাওয়া হবে। রোববার দুপুর ২.২০ মিনিটে বোয়ালিয়া মডেল থানা পুলিশের প্রিজন ভ্যানে করে তাদের আদালতে নিয়ে যাওয়া হয়।
এর আগে শনিবার দিবাগত রাতে নগরের বোয়ালিয়া মডেল থানায় অস্ত্র, বিস্ফোরক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের মামলাটি দায়ের করেন।
এসআই রেজাউল করিম। মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে বোয়ালিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোতালেব হোসেনকে।