ছাত্রী হোস্টেলে হঠাৎ এক যুবকের অবস্থান অতঃপর যা ঘটলো

শনিবার (১৭ আগস্ট) কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর হোস্টেলে এই ঘটনা ঘটেছে।
সায়ন্তনী চক্রবর্তীর অভিযোগ, ঘটনাটি সঙ্গে সঙ্গে হোস্টেল সুপারকে জানানো হলেও তারা কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। উল্টে হোস্টের সিকিউরিটি প্রশ্ন করেন কেন তিনি জানালা খুলে রেখেছেন।
এনিয়ে রোববার (১৭ আগস্ট) হোস্টেলের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে তৃণমূলের ছাত্র সংগঠনের সদস্যেরা। তাদের অভিযোগ তুলেছে, হোস্টেলে নিরাপত্তার অভাব রয়েছে।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে এই ঘটনার বর্ণনা দিয়েছেন সায়ন্তনী চক্রবর্তী। তিনি জানান, তাদের হস্টেল হল মহাত্মা গান্ধী রোডে। সেখানে তৃতীয় তলায় নিজের ঘরে ঘুমিয়ে ছিলেন। গরম থাকার কারণে বারান্দার দরজা খুলে রেখেছিলেন সায়ন্তনী। কিন্তু ঘরে একটি ট্রলিব্যাগ পড়ে যাওয়ার শব্দে ঘুম ভেঙে যায় তার।
এ সময় তিনি দেখেন এক অজ্ঞাতপরিচয় যুবক ঘরের মধ্যে জিনিসপত্র হাতড়াচ্ছেন। তার মোবাইলের হেডফোন, ব্যাগ থেকে জিনিসপত্র বার করে ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন। ওই যুবককে ধরতে গেলে তাকে ধাক্কা দেন। এর পরে ঘর থেকে পালিয়ে যান। বারান্দার পাইপ বেয়ে নীচে নেমে পালিয়ে যান তিনি। এর পরে ছাত্রী দেখেন, ঘর থেকে তার মোবাইল উধাও।
এদিকে হোস্টেলের সুপার চান্দ্রেয়ী মুর্মু জানিয়েছেন, ঘটনার কথা যখন জানতে পারেন, তখন তার কাছে পুলিশের ফোন নম্বর ছিল না। তাই সঙ্গে সঙ্গে পুলিশকে জানাতে পারেননি।