ঈশ্বরদী থানায় ইকবাল হোসেনের হাতে সম্মাননা ক্রেস্ট ও অর্থ হস্তান্তর করেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার

মোঃ রাকিব বিশ্বাস
পাবনা জেলা প্রতিনিধিঃ
পাবনা জেলায় গত জুলাই মাসে সর্বোচ্চ ওয়ারেন্ট নিষ্পত্তিকারী অফিসার হিসেবে পুরস্কৃত হয়েছেন ঈশ্বরদী থানার সহকারী উপ-পরিদর্শক ইকবাল হোসেন। গত ১৩ই আগস্ট পাবনা পুলিশ লাইন্স শহীদ বীর মুক্তিযোদ্ধা এএসআই আব্দুল জলিল মিলনায়তনে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা এবং অপরাধ পর্যালোচনা সভা শেষে পুলিশ সুপার মোর্তোজা আলী খাঁন পুরস্কার স্বরূপ অর্থ ও ক্রেস্ট প্রদান করেন।
সহকারী উপ পরিদর্শক ইকবাল হোসেনের পক্ষে ওই পুরস্কার গ্রহণ করেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ স ম আব্দুন নূর।
শনিবার (১৬ ই আগস্ট) রাতে ঈশ্বরদী থানায় ইকবাল হোসেনের হাতে ওই সম্মাননা ক্রেস্ট ও অর্থ হস্তান্তর করেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার। এসময় ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ স ম আব্দুন নূর, তদন্ত কর্মকর্তা এবিএম মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
পুরস্কার প্রাপ্ত সহকারী উপ-পরিদর্শক ইকবাল হোসেন বলেন, কর্মক্ষেত্রে কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কার পাওয়াটা সত্যিই আনন্দ এবং গর্বের। এই অনুভূতি ভবিষ্যতে আরও ভালো কিছু করতে আমাকে অনুপ্রাণিত করবে।
এ সময় তিনি তার কাজে সুপরামর্শ ও সহযোগিতা করায় পাবনা জেলা পুলিশ সুপার মোর্তোজা আলী খাঁন, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার, ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ স ম আব্দুন নূর, তদন্ত কর্মকর্তা এবিএম মনিরুল ইসলাম সহ ঈশ্বরদী থানার সকল সহকর্মীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।