জাতীয়
মিরপুরের বস্তিতে আগুনে পুড়ে গেছে ৩০টি ঘর

রাজধানীর মিরপুর ১৪ নম্বরের বাগানবাড়ি বস্তিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পৌনে একঘণ্টার চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আসে।
বুধবার রাত সাড়ে ১২টার দিকে আগুন লাগে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার ফরহাদুল ইসলাম।
আগুন লেগে আনুমানিক ৩০টি ঘর পুড়ে গেছে বলে জানা যায়। অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি।
এলাকাবাসী জানান, রাত সোয়া ১২ টার পর হঠাৎই আগুন লাগলে এলাকাবাসী পাশের খাল থেকে পানি নিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের পৌনে একঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস জানায় রাত ১২টা ২০ মিনিটে আগুন লাগার খবর পান তারা, এলাকায় ঢোকার সুবিধাজনক রাস্তা না থাকায় পৌঁছাতে বেশ বেগ পেতে হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত বা কারো নিখোঁজ হবার খবর তারা পাননি। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।